বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি

  •    
  • ২২ মার্চ, ২০২২ ২০:৩৯

আবুল কালাম মল্লিক বলেন, ‘গভীর নিম্নচাপটি তাথিং এলাকা থেকে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে যাবে। এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় আকারে রূপ নেয়নি। মার্চ মাসে সাধারণত ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার প্রবণতা কম থাকে এবং সেটিই হয়েছে।’

উত্তর আন্দামান সাগর ও এর আশপাশের এলাকার নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা ছিল। তবে ঘূর্ণিঝড়ে পরিণত না হয়ে এটি গভীর নিম্নচাপই রয়ে গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপ আকারে মিয়ানমার রেংগুনের একটু দক্ষিণে তাথিং এলাকা অতিক্রম করেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক নিউজবাংলাকে বলেন, ‘গভীর নিম্নচাপটি তাথিং এলাকা থেকে বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে যাবে। এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় আকারে রূপ নেয়নি। মার্চ মাসে সাধারণত ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার প্রবণতা কম থাকে এবং সেটিই হয়েছে।’

আমাদের দেশে এই গভীর নিম্নচাপের তেমন কোনো প্রভাব দেখা যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘দেশে বৃষ্টিপাতের সম্ভাবনাও খুবই কম। তবে আগামীকাল ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্রগ্রাম এবং সিলেটে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। অন্য এলাকা শুষ্ক থাকবে। বুধবার দেশে তাপমাত্রা কিছুটা বাড়বে।’

এ বিভাগের আরো খবর