গাজীপুরের বোর্ড বাজারে বাসের ধাক্কায় পোশাকশ্রমিক আহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। করা হয় বাস-ট্রাক ভাঙচুর।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু নিউজবাংলাকে বলেন, ‘কলম্বিয়া কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় এক শ্রমিক গুরুতর আহত হন। তাকে শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে। এর জেরে উত্তেজিত শ্রমিকরা বাসটিতে আগুন ধরিয়ে দেন এবং অর্ধশতাধিক বাস-ট্রাক ও প্রাইভেট কার ভাঙচুর করে।’
২৭ বছর বয়সী আহত মনির হোসেন আলিফ ক্যাজুয়াল লিমিটেডের ইলেকট্রিশিয়ান।
প্রত্যক্ষদর্শী আসাদুজ্জামান নয়ন জানান, দুপুরের খাবার খেয়ে কারখানায় ফেরার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী সৌখিন পরিবহনের বাসের ধাক্কায় আহত হন মনির।
গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক সার্জন নাজমুল হোসেন বলেন, ‘অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুপুর ৩টার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।’
আলিফ ক্যাজুয়াল গার্মেন্টসের ইলেকট্রিক্যাল শাখার ইনচার্জ বেলাল উদ্দিন জানান, আহত শ্রমিক মনির হোসেনকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে মনির হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) জাকির হাসান বলেন, শ্রমিকরা দুর্ঘটনার জন্য বিআরটি প্রকল্পের ঠিকাদারী কর্তৃপক্ষকে দায়ী করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শ্রমিকদের দাবি, সড়কে ডিভাইডার না থাকায় মহাসড়কে বেপরোয়াভাবে গাড়ি চলাচল বৃদ্ধি পেয়েছে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
আহত শ্রমিকের চিকিৎসার ব্যবস্থার আশ্বাসে শ্রমিকরা ফিরে গেছেন বলেও জানান তিনি।