বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: জাহাজের চালকের নামে মামলা

  •    
  • ২১ মার্চ, ২০২২ ১৪:২২

নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সোমবার দুপুরে মামলটি নথিভুক্ত করা হয়েছে। এতে বাদী অভিযোগ করেছেন, বেপরোয়া গতিতে লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দিয়েছে জাহাজটি।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় এমভি রূপসী-৯ জাহাজের চালকসহ ৮ জনকে আসমি করে বন্দর থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক বাবু লাল বদ্য এই মামলা করেন।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

তিনি জানান, সোমবার দুপুরে মামলটি নথিভুক্ত করা হয়েছে। এতে বাদী অভিযোগ করেছেন, বেপরোয়া গতিতে লঞ্চটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দিয়েছে জাহাজটি।

মামলার বাদী বাবু লাল বদ্য জানান, জাহাজের চালক, মাস্টার, সুকানিসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা হয়েছে।একটি মামলা হবে মতিঝিলে নৌ আদালতে। আসামিদের কঠোর শাস্তি দিতে সুপারিশ করা হয়েছে।

আসামিরা হলেন, জাহাজের মাস্টার রমজান আলী শেখ, নুরুল আলম, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, নাদিম হোসেন, লস্কর সুমন হোসেন, ইয়াসিন, সুকানি জাহিদুল ইসলাম ও গ্রিজার রিয়াদ হোসেন।

বন্দর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহসিন জানান, মামলায় অভিযোগ আনা হয়েছে বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে হত্যা, জখম, গুরুতর জখমসহ ক্ষয়ক্ষতি। আসামিদের নৌপুলিশের হেফাজতে আদালতে পাঠানো হবে।

নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, আসামিদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হচ্ছে। মামলাটির তদন্ত করছে নৌপুলিশ।

এল এম আশরাফ উদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। সদর উপজেলার আলামিন নগর এলাকায় রোববার দুপুরে সিটি গ্রুপের জাহাজের ধাক্কায় এটি ডুবে যায়।

এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত নারী-শিশুসহ ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতেই উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া লঞ্চটি।

এ বিভাগের আরো খবর