নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ নৌরুটে লঞ্চ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মাসুদ কামাল সোমবার সকালে এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘এর আগেও এ রুটে অনেকবার লঞ্চডুবির ঘটনা ঘটেছে। তাই যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এদিকে বিআইডব্লিউটিএর সিদ্ধান্তের পরপরই নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘এ বিষয়ে আমরা দুপুর ১২টাই সংবাদ সম্মেলন করব। সেখানেই বিস্তারিত জানানো হবে।’
এর আগে রোববার বেলা ২টার দিকে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত মোট ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ৫০ জন যাত্রী নিয়ে এল এম আশরাফ উদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। সদর উপজেলার আলামিন নগর এলাকায় রোববার দুপুর ২টার দিকে সিটি গ্রুপের জাহাজের ধাক্কায় এটি ডুবে যায়।
নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘লঞ্চটি নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ যাচ্ছিল। সিটি গ্রুপের মালিকানাধীন রূপসী-৯ কার্গো জাহাজ একে ধাক্কা দেয়। এতে লঞ্চটি ডুবে যায়।