বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু ৩১ মার্চ

  •    
  • ২০ মার্চ, ২০২২ ১৮:১০

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, ‘দেশের ইলিশসম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপনের গুরুত্ব অপরিসীম। জাটকা সংরক্ষণের জন্য দেশের জনসাধারণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

ইলিশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি ও জেলেদের জাটকা আহরণে নিরুৎসাহিত করতে আগামী ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২ উদযাপন করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

রাজধানীর মৎস্য ভবনে অধিদপ্তরটির সম্মেলন কক্ষে রোববার ইলিশসম্পদ উন্নয়নসংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, ‘দেশের ইলিশসম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপনের গুরুত্ব অপরিসীম। জাটকা সংরক্ষণের জন্য দেশের জনসাধারণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

সভায় জাটকা সংরক্ষণ সপ্তাহে কেন্দ্রীয়ভাবে ও জেলা-উপজেলা পর্যায়ে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসব কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো- সংবাদ সম্মেলন, উদ্বোধনী সমাবেশ, নৌ-র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান।

এ ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জাটকা রক্ষার গুরুত্ব বিষয়ে টকশো, টিভিসি ও স্ক্রল প্রচার, পোস্টার-লিফলেট বিতরণ, জেলে-মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন, জাটকা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা, ইলিশ বিষয়ে সেমিনার আয়োজন প্রভৃতি।

জনসাধারণের কাছে ইলিশ ও মৎস্যসম্পদের উন্নয়নে অবৈধ জাল ব্যবহারের ক্ষতিকর দিক ও জাটকা রক্ষার গুরুত্ব তুলে ধরতে ২০০৭ সাল থেকে প্রতি বছর জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন হয়ে আসছে।

এ বিভাগের আরো খবর