নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় যাত্রীবোঝাই লঞ্চকে পেছন থেকে ঠেলে ডুবিয়ে দেয়া রূপসী-৯ জাহাজটি আটক করেছে নৌপুলিশ। তবে এর চালক ও সুকানিদের ধরা যায়নি।
রোববার দুপুরে দুর্ঘটনা ঘটিয়ে জাহাজটি মুন্সীগঞ্জ চলে যাওয়ার পর মেঘনা নদী থেকে সেটিকে আটক করা হয়।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন নৌপুলিশের নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান।
তিনি জানান, সিটি গ্রুপের মালিকানাধীন জাহাজটি লঞ্চটিকে ডুবিয়ে দিয়ে মেঘনা নদীতে যায়। সেখানে একটি ডকইয়ার্ডে জাহাজটি রেখে এর চালক ও সুকানিরা পালিয়ে গেছেন।
নারায়ণগঞ্জ যোনের নৌপুলিশের পুলিশ সুপার মিনা মাহমুদা নিউজবাংলাকে জানান, এমভি রূপসী-৯ এখন নৌপুলিশের হেফাজতে রয়েছে।
নারায়ণগঞ্জ লঞ্চমালিক সমিতির সভাপতি বদিউজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘লঞ্চটি নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ যাচ্ছিল। সিটি গ্রুপের মালিকানাধীন রূপসী-৯ কার্গো জাহাজ একে ধাক্কা দেয়। এতে লঞ্চটি ডুবে যায়।
‘এর আগেও শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চ ডুবে প্রাণহানি হয়েছে। নৌপুলিশ ও সংশ্লিষ্টরা ঠিকমতো তদারকি না করায় শীতলক্ষ্যা অনিরাপদ হয়ে উঠেছে।’