বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফি দিয়েও এসএসসির রেজিস্ট্রেশন না হওয়ায় শিক্ষার্থীদের অবরোধ

  •    
  • ২০ মার্চ, ২০২২ ১৭:৩৭

আসফিয়া হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের অন্য স্কুলের সব বন্ধুরা পরীক্ষা দিয়ে কলেজে উঠবে। আমরা স্কুলেই থেকে যাব। আমাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে গেল। এগুলো ভাবলে হতাশায় ভুগি। আমাদের পরীক্ষা নেয়ার ব্যবস্থা হোক।’

ফি দিয়েও এসএসসির রেজিস্ট্রেশন না হওয়ায় বিক্ষোভ করেছে ২০২১-২০২২ সেশনের রাজধানীর গেন্ডারিয়া এলাকার মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা প্রতিষ্ঠানটির অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছে।

রাজধানীর প্রেস ক্লাবের সামনে রোববার বেলা ১১টায় শতাধিক ভুক্তভোগী শিক্ষার্থী বিক্ষোভ করে।

ভুক্তভোগী শিক্ষার্থী মারিয়া সুলতানা বলে, ‘ক্লাস নাইনে ফি নিলেও আমাদের রেজিস্ট্রেশন করা হয়নি। ফলে আমরা এসএসসি পরীক্ষা দিতে পারব কি না তা জানি না। আমাদের ১০ বছরের শিক্ষাজীবন হুমকির মুখে।’

আতিয়া রহমান নামের এক অভিভাবক অভিযোগ করে বলেন, ‘শিক্ষার্থীদের নবম শ্রেণির রেজিস্ট্রেশনের জন্য ফি নিলেও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লুৎফুন নাহার সেগুলো আত্মসাৎ করে এখন গা ঢাকা দিয়েছেন।’

আসফিয়া হোসেন নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের অন্য স্কুলের সব বন্ধুরা পরীক্ষা দিয়ে কলেজে উঠবে। আমরা স্কুলেই থেকে যাব। আমাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে গেল। এগুলো ভাবলে হতাশায় ভুগি। আমাদের পরীক্ষা নেয়ার ব্যবস্থা হোক।’

কবিরুল হোসেন নামের এক অভিভাবক বলেন, ‘এই অধ্যক্ষের কারণে আমাদের সন্তানদের জীবন হুমকির মুখে। আমাদের দাবি অধ্যক্ষ লুৎফুন নাহার পদত্যাগ করবেন ও আমাদের সন্তানদের পরীক্ষার নিশ্চয়তা দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’

এসব শিক্ষার্থী একপর্যায়ে প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে। এতে প্রেস ক্লাবের সামনের সড়ক, পল্টন ও মৎস্য ভবন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রশাসন ও অভিভাবকদের হস্তক্ষেপে সড়ক থেকে উঠে এসে তারা প্রেস ক্লাবের সামনে ফের অবস্থান নেয়।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষের মোবাইলে একাধিকবার কল করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার (রুটিন দায়িত্ব) বলেন, ‘এই স্কুলের অধ্যক্ষের নিয়োগ বৈধ না তাই এই স্কুলের সব প্রশাসনিক কাজ বোর্ড থেকে বন্ধ করা আছে। তবে শিক্ষার্থীদের দিক বিবেচনা করে তাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হবে।’

এ বিভাগের আরো খবর