তিন দিনের ছুটিতে গ্রামের বাড়ি এসেছিলেন সেলিম শিকদার। ছুটি শেষে কর্মস্থলে ফেরার সময় নছিমনের ধাক্কায় নিহত হন তিনি।
রাজধানীর গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে রোববার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৪৮ বছর বয়সী সেলিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায়।
নিহতের মামাতো ভাই হাসান মাতুব্বর নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তিন দিনের ছুটি পেয়ে সেলিম তার স্কুটার নিয়ে গত বৃহস্পতিবার বাড়ি আসেন। শনিবার দুপুরে তিনি কর্মস্থলের উদ্দেশে রওনা দেন। দুপুর সাড়ে ৩টার দিকে মাদারীপুরের শিবচরের চান্দেরচর এলাকায় একটি বাঁশবোঝাই নছিমন তার স্কুটারকে ধাক্কা দেয়।
স্থানীয়রা তাকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘আমি এ ঘটনার ব্যাপারে শুনিনি। তবে নিহতের পরিবার অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’