দিনাজপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মোটরসাইকেলের পাশ থেকে ২২ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে পুলিশ।
সদর উপজেলার কাউগাঁও মোড়ে রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শহরের বড়বন্দরের ২৩ বছর বয়সী কৃষন মজুমদার ও তাজপুর গ্রামের ২২ বছর বয়সী নজরুল ইসলাম।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরশু রাতে কাউগাঁও মোড়ে মালবোঝাই ট্রাকটির আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর থেকে এটি সেখানেই দাঁড়িয়ে ছিল। ওই দুই যুবক দিনাজপুর শহর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি ট্রাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে দুজনেরই মৃত্যু হয়।
ওসি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলের পাশ থেকে ২২ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন।’