নারায়ণগঞ্জের বন্দরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। দুইজনকে আসামি করে মামলাটি করেছেন পোশাক কারখানায় কাজ করা ওই কিশোরীর মা।
শনিবার রাত ১০টার দিকে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা মামলার বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, ‘উপজেলার মুছাপুর ইউনিয়নের চিড়াইপাড়া এলাকার আলমগীর ও রকি নামে ২ জনকে আসামি করে মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।’
মামলায় অভিযোগ করা হয়েছে, ওই কিশোরী একটি পোশাক কারখানার শ্রমিক। শবে বরাতের ছুটি পাওয়ায় তিনি তার নানা বাড়ি বন্দরের চিড়াইপাড়া এলাকায় বেড়াতে আসেন। রাতে তার ৯টার দিকে তিনি তার ফোনের সিম ঢোকানোর জন্য পাশের শুক্কুর আলীর বাড়িতে যায়।
সেখানে থাকা আলমগীর ও রকি তার মুখ চেপে ধরে পাশের ঘরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে সেখান থেকে ছাড়া পেয়েই কিশোরী তার পরিবারকে জানান।
ওসি জানান, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে আলমগীরকে প্রধান করে তার সহযোগী রকির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
রোববার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।