নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ‘মানসিক ভারসাম্যহীন’ এক যুবকের মৃত্যু হয়েছে। সৈয়দপুর-চিলাহাটি রেলপথের মনসাপাড়া এলাকায় শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম।
নিহত লিমন ইসলাম সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের গুড়গুড়ি মনসাপাড়া এলাকার নুর উদ্দিনের ছেলে এবং দুই সন্তানের জনক।
ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সাফিয়ার রহমান পরিবারের বরাত দিয়ে জানান, লিমন ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। তিন দিন আগে বাড়িতে ফেরেন তিনি। শুক্রবার রাত ৮টার পর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
ওসি শফিউল ইসলাম জানান, সকালে রেললাইনে তার কাটা পড়া মরদেহ দেখতে পায় স্থানীয়রা। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।