বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ড্রেজিং মেশিনের আঘাতে’ শ্রমিকের মৃত্যু

  •    
  • ১৮ মার্চ, ২০২২ ২১:৪২

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, অবৈধ ড্রেজারে কাজ করছিলেন কালাম। মধ্যরাতে তিনি মাথা ও পায়ে আঘাত পান। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সদরের মজু চৌধুরীর হাটের বালুমহাল এলাকায় ড্রেজিং মেশিনের আঘাতে আবুল কালাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে মজু চৌধুরীর হাটের লঞ্চঘাট থেকে কালামের রক্তাক্ত মরদেহ সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বাবুল মেম্বারের বালুর ড্রেজিং মেশিনে কাজ করতে গিয়ে আঘাত পেয়ে কালামের মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার চরআলী হাসান গ্রামে।এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, অবৈধ ড্রেজারে কাজ করছিলেন কালাম। মধ্যরাতে তিনি মাথা ও পায়ে আঘাত পান। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অবৈধ ড্রেজিং মেশিনটি এলাকার বালু ব্যবসায়ী বাবুল মেম্বারের বলে জানিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশের দাবি, ড্রেজিং মেশিনের আঘাতেই তার মৃত্যু হয়েছে। ঘটনাটি সকালে ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল থানায় জানালে পুলিশ মরদেহ হাসপাতাল মর্গে নেয়।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুল হক জানান, মরদেহের মাথার পেছনে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেদন পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর