বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পথ হারিয়ে গহিন পাহাড়ে ১৭ পর্যটক 

  •    
  • ১৮ মার্চ, ২০২২ ১৩:০৮

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘তাদের মূলত দুটি দল ছিল, একটি সকালে যায় এবং একটি বিকেলে। বিকেলে যে দলটি গিয়েছিল তাদের রিসিভ করতে যান প্রথম দলের কয়েকজন। কিন্তু রিসিভের পর তারা পথ হারিয়ে ফেলেন। পরে ৯৯৯-এ কল দিলে উদ্ধার করা হয়।’

চট্টগ্রামের সীতাকুণ্ডের গহিন পাহাড়ি এলাকা থেকে ১৭ পর্যটককে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত দেড়টার দিকে সীতাকুণ্ডের পন্থিছিলা ঝরঝরি ঝরনা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘দেশের বিভিন্ন এলাকা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক হয়ে ওই এলাকার ঝরঝরি ঝরনা দেখতে গিয়েছিলেন তারা।

ঝরনাটি গহিন পাহাড়ে ও পন্থিছিলা থেকে দুই থেকে আড়াই ঘণ্টা হেঁটে যেতে হয়। তারা সেখানে রাত কাটাতে চেয়েছিলেন, কিন্তু গহিন পাহাড় হওয়ায় সাধারণ মানুষ সেখানে রাতে থাকেন না বললেই চলে।’

ওসি (তদন্ত) আরও বলেন, ‘তাদের মূলত দুটি দল ছিল, একটি সকালে যায় এবং একটি বিকেলে। বিকেলে যে দলটি গিয়েছিল তাদের রিসিভ করতে যান প্রথম দলের কয়েকজন। কিন্তু রিসিভের পর তারা পথ হারিয়ে ফেলেন। পরে তারা ৯৯৯-এ কল দিলে থানায় বিষয়টি রাতেই জানানো হয়।

‘খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আমরা তাদের সবাইকে উদ্ধার করি। তবে তাদের ৫-৬টি মোবাইল ছিনতাই হয়েছে দাবি করেন তারা। আমরা অভিযোগ করতে অনুরোধ করেছিলাম, কিন্তু তারা রাজি হননি।’

রাতেই তারা চট্টগ্রাম ছেড়ে গেছেন বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর