বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুলাভাইয়ের দেয়া আগুনে দগ্ধ শ্যালিকার মৃত্যু

  •    
  • ১৮ মার্চ, ২০২২ ১২:০৪

শ্যালক-শ্যালিকাকে ঘরে আটকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে তাদের দুলাভাই আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি। পরকীয়ার সন্দেহে স্ত্রীকে ‘শিক্ষা দিতে’ দুলাভাই আলাউদ্দিন দুই শিশুর শরীরে আগুন ধরিয়ে দেন বলে জানায় পুলিশ।

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে দুলাভাইয়ের দেয়া আগুনে দগ্ধ মিতু আক্তার মারা গেছে। শুক্রবার ভোর ৫টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৮ বছর বয়সী মিতুর মৃত্যু হয়।

মিতু ও তার ভাইকে ঘরে আটকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে তাদের দুলাভাই আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বলেন, মিতুর শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। ভোরে সে মারা গেছে।

আদাবরে সুনিবিড় হাউজিংয়ের একটি বাসা থেকে মঙ্গলবার মিতু ও তার ভাই বাপ্পিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আবাসিক সার্জন আইয়ুব হোসেন জানান, মঙ্গলবার মিতু ও বাপ্পিকে দগ্ধ অবস্থায় আনা হয়। মিতুকে ভর্তি রাখা হয়েছিল। বাপ্পীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। বাপ্পির শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

মিতুর মা আকলিমা বেগম বলেন, ‘আমার পোলা-মাইয়ারে পোড়াইয়া মাইরা ফেলতে চাইছিল। শেষ পর্যন্ত আমার মাইয়াটা চইলা গেল। আমি ওর বিচার চাই। আমি এখন কি নিয়ে বাঁচবো।’

আরও পড়ুন: বউকে ‘শিক্ষা দিতে’ শ্যালক-শ্যালিকাকে পুড়িয়ে হত্যাচেষ্টা

মিতুর বাড়ি ভোলা জেলায়। বর্তমানে মিতুর পরিবার আদাবর এলাকায় ভাড়া বাসায় থাকে।

মঙ্গলবার মধ্যরাতে হত্যাচেষ্টার অভিযোগে সাভার থেকে আলাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, পেশায় রিকশাচালক আলাউদ্দিনের দুই স্ত্রী। পোশাককর্মী বড় স্ত্রীকে নিয়ে সুনিবিড় হাউজিংয়ে একটি ঘর ভাড়া নিয়ে থাকেন তিনি। দ্বিতীয় স্ত্রী মৌ থাকেন কাছাকছি আরেকটি ঘরে, তিনিও পোশাককর্মী।

অগ্নিদগ্ধ শিশু দুটি মৌয়ের ছোট দুই ভাইবোন। তাদের নিয়ে মৌয়ের কাছেই আরেক ঘরে থাকেন তাদের মা। তিনি বাসায় কাজ করেন, আর মিতু-বাপ্পির বাবা থাকেন গ্রামে।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে ‘শিক্ষা দিতে’ দুলাভাই আলাউদ্দিন দুই শিশুর শরীরে আগুন ধরিয়ে দেন বলে জানায় পুলিশ।

এ বিভাগের আরো খবর