বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকার সাভারে পথশিশুদের মাঝে খাবার ও নতুন পোশাক বিতরণ করেছে পুলিশ। প্রায় অর্ধশত ছিন্নমূল শিশু উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে।
বৃহস্পতিবার বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের সদস্যরা এই উদ্যাগ নেন। ক্যাম্পের সদস্যরা স্বতঃস্ফূর্ত হয়ে এসব পথশিশুদের মাঝে খাবার ও নতুন পোশাক বিতরণ করেন।
কনস্টেবল মনোরঞ্জন দাস বলেন, ‘আমাদের ক্যাম্পের ইনচার্জ হারুন স্যার নিজ উদ্যাগে আজ গরিব ও অনাথ শিশুদের জন্য খাবারের আয়োজন করেন। আমরা ক্যাম্পের সদস্যরা সবাই মিলে এসব অসহায় শিশুর সঙ্গে ভালো সময় কাটিয়েছি। নতুন পোশাক ও খাবার পেয়ে শিশুদের হাসিমাখা মুখগুলো দেখতে ভীষণ ভালো লেগেছে।’
সাভার জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ নিউজবাংলাকে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনভর দেশ ও মানুষের জন্য কাজ করে গেছেন। তাই আজ তার জন্মদিনে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেছি।’