নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শান নিটিং কারখানার গুদামে আগুনের সূত্রপাত। সেখানে সুতা ও তেল মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। এরপর যোগ দেয় আরও তিনটি ইউনিট। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলে গেছেন সোনারগাঁও থানার উপপরির্দশক মোহাম্মদ মিজান। তিনি জানান, ওই কারখানার ভেতরে তুলা দিয়ে সুতা বানানো হয়। এক পাশের সেই অংশে কাজ চলছিল। সন্ধ্যায় শ্রমিকরা হঠাৎ গুদামে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।