শমসেরনগর রেলওয়ে স্টেশন সহকারী মাস্টার উত্তম কুমার দেব জানান, বৃহস্পতিবার সকাল প্রায় পৌনে ৮টার দিকে রেললাইন পার হতে গিয়ে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন রাফিজ। খবর পেয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।
মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।
উপজেলার শমসেরনগর রেলওয়ে স্টেশনের ভাদাইরদেউল এলাকায় বৃহস্পতিবার সকাল প্রায় পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
শমসেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার উত্তম কুমার দেব নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ৩০ বছর বয়সী রাফিজ মিয়া উত্তর ভাদাইরদেউল গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার সকাল প্রায় পৌনে ৮টার দিকে রেললাইন পার হতে গিয়ে ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন রাফিজ। খবর পেয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।