বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সকাল থেকে সন্ধ্যায় সড়কে হারাল ১২ প্রাণ

  •    
  • ১৬ মার্চ, ২০২২ ২০:৪২

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গ্রামীন ব্যাংকের কর্মকর্তা দম্পতি। কিশোরগঞ্জে নিহত হয়েছেন গ্রামপুলিশ ও এক স্কুলছাত্র।

সড়ক দুর্ঘটনায় বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৮ জেলা থেকে শিশুসহ ১২ জন নিহত হওয়ার খবর এসেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সবশেষ দুর্ঘটনাটি হয়েছে মাদারীপুর সদরে।

সেখানে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাকচাপায় মনিরুল ইসলাম ও তার স্ত্রী ফারজানা ইসলাম নিহত হয়েছেন। তারা ছিলেন মোটরসাইকেলে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহরিয়ার শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, সন্ধ্যায় পৌর শিশুপার্কের সামনে এ দুর্ঘটনা হয়। নিহতদের সঙ্গে থাকা পরিচয়পত্র ও কাগজপত্র দেখে জানা গেছে, মনিরুল শরীয়তপুরের ডোমসারে গ্রামীন ব্যাংকের শাখার ম্যানেজার ও তার স্ত্রী ফারজানা শাখার কেন্দ্রীয় ব্যবস্থাপক। তাদের বাড়ি বরিশালে।

বরিশাল নগরীতে সন্ধ্যায় প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে।

নগরীর বিভাগীয় গণগ্রন্থাগা‌রের সাম‌নে এই দুর্ঘটনা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার উপপ‌রিদর্শক মো. আকরামুজ্জামান।

নিহত মো. না‌দিম সরকা‌রি সৈয়দ হা‌তেম আলী ক‌লে‌জের তৃতীয় ব‌র্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি কা‌শিপুরের বিলবাড়ি এলাকায়।

আকরামুজ্জামান ব‌লেন, ‘অনার্স তৃতীয় ব‌র্ষের পরীক্ষা শে‌ষে মোটরসাইকেলে করে কেন্দ্র ব্রজ‌মোহন ক‌লেজ থে‌কে বাসার দিকে যাচ্ছিল না‌দিম। এ সময় গ্রন্থাগা‌রের সাম‌নে একটি প্রাই‌ভেটকারের সঙ্গে মোটরসাই‌কে‌লের সংঘর্ষ হয়।

‘স্থানীয়রা না‌দিম‌কে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নিলে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। ময়নাতদন্ত শে‌ষে প‌রিবা‌রের কা‌ছে লাশ হস্তান্তর করা হ‌বে।’

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বুধবার বিকেলে ইজিবাইকের ধাক্কায় আহত হয়ে হাসপাতালে ভর্তি মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

১১ বছরের সিয়াম হোসেন নামে ওই ছাত্র দুপুর ১টার দিকে গোপালপুর গ্রামে দুর্ঘটনার শিকার হয়। তার বাড়ি গোপালপুর গ্রামের দক্ষিণপাড়ায়। সে পড়ত গোপালপুর দারুল উলুম কওমি মাদ্রাসায়।

দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী বখতিয়ার হোসেন জানান, দুপুরে মাদ্রাসা থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিল সিয়াম। হেঁটে রাস্তা পার হতে গেলে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বুধবার দুপুরে ট্রাক্টচাপায় ইজিবাইকের দুই আরোহী নিহত হয়েছেন।

উপজেলার ধানকুড়া গ্রামে দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা হয়।

নিহতরা হলেন নাসিরনগর সদরের দাতমন্ডল এলাকার আলী শাহ ও করিম শাহ ।

স্থানীয়দের বরাতে খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল বলেন, ‘ধানকুড়া গ্রামে বিশ্বরোডের দিকে যাওয়া একটি ট্রাক্ট নাসিরনগরমুখি ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দেয়। ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা আলী শাহ নিহত হয়েছেন।’

ওসি আরও বলেন, ‘আহত অবস্থায় ৪ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে করিম শাহও মারা যান।’

কিশোরগঞ্জের ভৈরবে নসিমন ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা হয়।

নিহতরা হলেন গজারিয়া ইউনিয়ন পরিষদের দফাদার আরফান মিয়া ও গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আমিন মিয়া। এর মধ্যে আরফান ছিলেন অটোরিকশায় ও স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল আমিন।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গজারিয়া ইউপির চেয়ারম্যান এ. এস শাহরিয়ার জানান, দফাদার আরফানসহ আরও কয়েকজন গ্রামপুলিশ অটোরিকশায় করে উপজেলার দিকে হাজিরা দেয়ার জন্য যাচ্ছিলেন। ওই স্কুলের সামনে হঠাৎ একটি নসিমনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর অটোরিকশাটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আমিনকে ধাক্কা দিয়ে স্কুলের দেয়ালে গিয়ে আঘাত করে।

চেয়ারম্যান জানান, দুর্ঘটনায় আমিন ও আরফানই গুরুতর আহত হন। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২ টার দিকে তারা মারা যায়।

তবে ঘটনার ভিন্ন বর্ণনা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ৬ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা। নিজেকে দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে তিনি জানান, যে অটোরিকশাটি আমিনকে ধাক্কা দেয়, সেটি ইউনিয়ন পরিষদের। সেটি চালাচ্ছিলেন দফাদার আরফান। তিনি নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা হয়।

তবে দুর্ঘটনার বিষয়ে নিহতদের পরিবারের কোনো অভিযোগ আসেনি বলে জানান ভৈরব থানার ওসি গোলাম মোস্তফা।

নওগাঁয় রাণীনগরে বেলা ২টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাথী রানী নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় শিশুটি দুর্ঘটনার শিকার হয়।

নিহত সাথী কুজাইল ইন্টারন্যাশনাল নিডস স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বুধবার সকালে মোটরসাইকেলে ট্রলির ধাক্কায় নিহত হয়েছেন দুই চালক।

উপজেলার খড়গপুর-সোনামসজিদ সড়কে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার নামোকয়লা দিয়ার গ্রামের ১৮ বছর বয়সী মমিন ও ধবড়া গ্রামের ৩৫ বছর বয়সী নাজমুল ইসলাম সুমন।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খড়গপুর-সোনামসজিদ সড়কে একটি ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রলিচালক মমিনের মৃত্যু হয়। মোটরসাইকেলের চালক সুমনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।

রংপুরের পীরগঞ্জে বুধবার বেলা সোয়া ১১টার দিকে ট্রাকের ধাক্কায় ট্রাক্টর উল্টে এক শ্রমিক নিহত হন।

এ বিভাগের আরো খবর