জাতীয় পার্টি কারও সঙ্গে জোটে নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
তিনি বলেছেন, দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে তার দল।
বুধবার দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘দেশের পাঁচ কোটি মানুষ এখন বেকার। সরকার তাদের চাকরি দিতে পারছে না। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করবে। মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে কাজ করা হবে।’
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এ টি ইউ তাজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও যুগ্ম মহাসচিব সাহিদুর রহমান টেপা ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, সাবেক সাংসদ সেলিম উদ্দিন, ইয়াহইয়া চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী প্রমুখ।