চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেলে ট্রলির ধাক্কায় দুই বাহনেরই চালক নিহত হয়েছেন।
শিবগঞ্জ উপজেলার খড়গপুর-সোনামসজিদ সড়কে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার নামোকয়লা দিয়ার গ্রামের ১৮ বছর বয়সী মমিন ও ধবড়া গ্রামের ৩৫ বছর বয়সী নাজমুল ইসলাম সুমন।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান আসাদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খড়গপুর-সোনামসজিদ সড়কে একটি ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রলিচালক মমিনের মৃত্যু হয়। মোটরসাইকেলের চালক সুমনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।
ওসি আসাদ বলেন, ‘দুজনের মরদেহ পুলিশের হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’