রাজধানীর আদাবরের আগুনে দুলাভাইয়ের দেয়া আগুনে দুই শিশু দগ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এরা হলো আট বছর বয়সী মিতু ও পাঁচ বছর বয়সী বাপ্পী। এদের মধ্যে মিতুর শরীরের ৯৮ শতাংশ পুড়ে গেছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুনিবিড় হাউজিংয়ের একটি বাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওই বাসার মালিক আব্দুল মালেক বলেন, ‘আমার বাসায় দুই শিশুর বাবা বাবুল তালুকদার ও মা আকলিমা আক্তার ভাড়া থাকেন। এ মাসের শুরুতে তারা আমাদের বাসায় ভাড়ায় ওঠেন। কয়েকদিন আগে তাদের মেয়ে মৌয়ের স্বামী আলাউদ্দিন বেড়াতে আসে।
তিনি বলেন, ‘সকালের দিকে বাসায় কেউ না থাকায় মৌয়ের স্বামী আলাউদ্দিন ঘরে শিশুদের রেখে আগুন লাগিয়ে দেন। ওই সময় তার মা বাসাবাড়ির কাজে এবং রিকশাচালক বাবা রিকশা নিয়ে বাইরে ছিলেন।’
আব্দুল মালেক বলেন, ‘আমিও বাইরে কাজে ছিলাম। খবর পেয়ে বাসায় আসি। পরে দ্রুত ওই দুই শিশুকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।’
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘আদাবর থেকে দুই শিশু দগ্ধ হয়ে এসেছে। মিতুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভর্তি করানো হয়েছে। বাপ্পীকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।’