গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৭টায় বনমালা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ৬৫ বছর বয়সী আজহারুল ইসলাম টাঙ্গাইলের দেলদুয়ার থানার আগদেওলি গ্রামের হাসমত আলীর ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানার বনমালা রেল গেট এলাকায় বসবাস করতেন।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ।
তিনি জানান, সকাল ৭টার দিকে খুলনা হতে ঢাকাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন বনমালা এলাকা অতিক্রম করে। রেললাইন ধরে হাঁটার সময় ওই ট্রেনে কাটা পড়েন বৃদ্ধ আজহারুল ইসলাম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়েছে। এ বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।