লালমনিরহাট সদরের রাজপুরে অগ্নিকাণ্ডে কাঠমিস্ত্রি শামসুল হকের চারটি ঘরসহ মজুত করা সম্পদ পুড়ে গেছে।
শনিবার দুপুরে ইউনিয়নের দমদমা বাজারের পাশে ওই বাড়িতে আগুন লাগে।
ইউপি সদস্য আতাউর রহমান আতা জানান, ২০ বছর ধরে শামসুলের তিলে তিলে মজুত করা সম্পদ পুড়ে গেছে আধা ঘণ্টায়।
তিনি জানান, বেলা ১টার দিকে পাট ও তামাক মজুত রাখা ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারটি ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে শামসুলের চারটি ঘর পুড়ে যায়।
ইউপি সদস্য আতাউর জানান, কাঠমিস্ত্রি শামসুল ২০ বছর আগে কষ্টে এক টুকরো জমি কিনে ঘর তোলেন। কাঠের কাজের পাশাপাশি তিনি পাট ও তামাকের স্টক ব্যবসা করে আসছেন। একটি ঘরে ৭-৮ লাখ টাকার পাট ও তামাক মজুত ছিল, সেগুলো পুড়ে গেছে।
শামসুল বলেন, ‘আমার দুই ছেলে ও তিন মেয়ে। এক ছেলে শারীরিক প্রতিবন্ধী। জীবনে অনেক কষ্ট করেছি। আজ যখন কোনো রকমে দাঁড়িয়ে সংসার চালাচ্ছি, ঠিক সে সময় আধা ঘণ্টার আগুনে সব ছাই হয়ে গেল।’
লালমনিরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা তাজউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত। আগুনে ঘরের তামাক, পাট ও আসবাবপত্র পুড়ে গেছে। সব মিলিয়ে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি।’
লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বলেন, ‘অগ্নিকাণ্ডের পর পরই ঘটনাস্থল পরিদর্শনে যাই। ওই পরিবারকে শিগগিরই কিছু ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।’