বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভিড়ে পিকআপের চাপা, ঝরল ৩ প্রাণ

  •    
  • ১২ মার্চ, ২০২২ ১৬:৪৩

দুমকী থানার ওসি আবদুস সালাম জানান, অভিযুক্ত পিকআপচালক জহিরুল ইসলাম ও হেলপার জাকারিয়াকে আটক করা হয়েছে। পিকআপটিও জব্দ করা হয়েছে।

পটুয়াখালীর দুমকীতে পিকআপ ভ্যানের চাপায় তিনজন মারা গেছেন।

উপজেলার বোর্ড অফিস-সংলগ্ন এলাকায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই বায়েজিদ নামে এক শিশু মারা যায়। তার বয়স ১৪ বছর। আরও নিহত হয়েছেন ৪০ বছরের ইউসুফ মাস্টার ও ১৮ বছরের হীরা।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত পিকআপচালক জহিরুল ইসলাম ও হেলপার জাকারিয়াকে আটক করা হয়েছে। পিকআপটিও জব্দ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, দুমকী-বাউফল আঞ্চলিক মহাসড়কের মুরাদিয়া এলাকার বোর্ড অফিস বাজারসংলগ্ন বশিরিয়া বালিকা বিদ্যালয়ের সামনে প্রথমে দুই দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সেখানে ভিড় জমে। সেই মুহূর্তে বাউফলগামী গ্যাস সিলিন্ডারবাহী একটি পিকআপ ভ্যান ওই ভিড়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা শিশু বায়েজিদ মারা যায়।

এ সময় আহত হন হাবিবুর রহমান, ইউসুফ মাস্টার, হীরা ও মানিক। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে দুমকী উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বরিশালে নেয়ার পথে ইউসুফ মাস্টার মারা যান। হীরাকে বরিশাল মেডিক্যালে নেয়ার পর সেখানে মারা যান।

পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি গ্রামের বাসিন্দা হীরার মরদেহ বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে নিশ্চিত করেছেন সেখানকার ওয়ার্ড মাস্টার আবুল কালাম।

ওসি জানান, ইউসুফ মাস্টারের মরদেহ তার গ্রামের বাড়ি সদর উপজেলার ছোটবিঘাই গ্রামে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো খবর