রাজশাহীতে নির্মাণাধীন ভবনের সীমানাপ্রাচীর ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন।
নগরীর ছোট বনগ্রাম পশ্চিম পাড়া এলাকায় শনিবার দুপুর আড়াইটার দিকে প্রাচীর ধসের ঘটনা ঘটে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহেদুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘আহত আট শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন আনার আগেই মারা গেছে।’
৩৫ বছর বয়সী নিহত রিয়াজুল ইসলামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াডাইং এলাকায়।
নির্মাণশ্রমিক রাজিব ইসলাম জানান, পশ্চিম পাড়া এলাকায় এন্তাজুল হক নামের একজনের বাড়ি নির্মাণের কাজ চলছে। শনিবার কাজ চলা অবস্থায় হঠাৎ ভবনের সীমানাপ্রাচীর ধসে পড়ে। এতে আটজন প্রাচীরের নিচে চাপা পড়েন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যালে পাঠায়।
শ্রমিকদের ধারণা ছিল, দেয়ালের নিচে আরও শ্রমিক চাপা পড়ে থাকতে পারে।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম নিউজবাংলাকে বলেন, ‘দেয়ালের নিচে কেউ চাপা পড়ে থাকতে পারে এমন আশঙ্কা থেকে ফায়ার সার্ভিসের তিনটি টিম উদ্ধারকাজ চালায়। দুই ঘণ্টা ধরে ইট ও খোয়া সরানো হয়। বিকেল ৫টার দিকে আমরা নিশ্চিত হই যে আর কেউ চাপা নেই। এরপর উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়।’