বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাস্তার বিরোধে যুবক খুন, গ্রেপ্তার ৬

  •    
  • ১২ মার্চ, ২০২২ ১৪:০২

হারাগাছ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, রংপুরের সিগারেট কোম্পানি এলাকায় শুক্রবার রাতে সংঘর্ষে নিহত হন আশরাফুল ইসলাম। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। পরে থানায় হত্যা মামলা হলে আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়।

রংপুরে রাস্তা নিয়ে সংঘর্ষে যুবকের নিহতের ঘটনায় আটক ৬ জনকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সিগারেট কোম্পানি এলাকায় শুক্রবার রাতে সংঘর্ষে নিহত হন আশরাফুল ইসলাম। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরে হারাগাছ মেট্রোপলিটন থানায় হত্যা মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন জুম্মাটারী এলাকার ইয়াসিন আলী, নগরীর শালবন মিস্ত্রিপাড়া এলাকার শরীফুল ইসলাম, আমাশু কুকরুল এলাকার শাহিন ইসলাম, একই এলাকার ইব্রাহিম, শালবন মিস্ত্রিপাড়ার মো. রাব্বি ও পশ্চিম জুম্মাপাড়া এলাকার নয়ন হোসেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, নিহত আশরাফুলের বাড়িতে যাতায়াতের জন্য একটি রাস্তা তৈরিতে বাধা দেন করেন প্রতিবেশী মনি মিয়া। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই ঘটনার জেরে শুক্রবার কয়েকজন বহিরাগতকে নিয়ে আসেন মনি।

রাত ৯টার দিকে আশরাফুল ও সিয়াম বাড়ির সামনের একটি দোকানে বসে ছিলেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত করেন মনির পক্ষের লোকজন।

সংঘর্ষে গুরুতর আহত হন আশরাফুল ও সিয়াম। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। আর সিয়ামকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই এলাকায় অভিযান চালিয়ে ওই ৬ জনকে আটক করে পুলিশ।

পরে নিহত আশরাফুলের বাবা শাহজাহান আলী ১২ জনকে আসামি করে হারাগাছ মেট্রোপলিটন থানায় হত্যা মামলা করেন। মামলার পর আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

হারাগাছ থানার ওসি রেজাউল করিম নিউজবাংলাকে বলেন, ‘আসামিদের আদালতে তোলা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ বিভাগের আরো খবর