রংপুরের সিগারেট কোম্পানি এলাকায় রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষের ঘটনায় আশরাফুল ইসলাম নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত আশরাফুলের ভাই সিয়ামকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ওই এলাকার শাহজাহান আলীর ছেলে।
শুক্রবার রাত ৯টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত আশরাফুলের বাড়িতে যাতায়াতের জন্য একটি রাস্তা নির্মাণে বাধার সৃষ্টি করেন প্রতিবেশী মনি মিয়া। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই ঘটনার জেরে শুক্রবার কয়েকজন বহিরাগতকে নিয়ে আসেন মনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আশরাফুল ও সিয়াম বাড়ির সামনের একটি দোকানে বসে ছিলেন। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে তাদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত করেন মনির পক্ষের লোকজন। সংঘর্ষে গুরুতর আহত হন আশরাফুল ও সিয়াম। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। আর সিয়ামকে হাসপাতালে ভর্তি করা হয়।
হারাগাছ থানার ওসি রেজাউল করিম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। লাশ হাসপাতালে রয়েছে।’