ওসি মোল্লা খবির আহমেদ বলেন, ‘ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় ওই যুবকের পা কাটা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।’
খুলনা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে মো. জিহাদ নামে এক যুবক পা হারিয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
জিহাদ খুলনা মহানগরীর বসুপাড়া এলাকার মো. বাচ্চুর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ।
তিনি বলেন, ‘ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় ওই যুবকের পা কাটা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।’