জামালপুরের মেলান্দহে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।
উপজেলার ঝিনাই ব্রিজে শুক্রবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিলন মিয়া নিউজবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
২০ বছর বয়সী জিহিন খাতুন মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপলিশা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পরিবারের বরাত দিয়ে নিউজবাংলাকে এসআই জানান, ‘জিহিন দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। গত রাতে পরিবারের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে বাড়ি থেকে চলে যান তিনি। ধারণা করা হচ্ছে, রাত থেকে ঝিনাই ব্রিজে অবস্থান করছিলেন তিনি। সকালে ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার।’
এসআই মিলন মিয়া আরও জানান, পরিবারের দাবিতে এবং কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই জিহিন খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এ বিষয়ে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।