নেত্রকোণার খালিয়াজুরীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
ভুক্তভোগী গৃহবধূ বৃহস্পতিবার দুপুরে খালিয়াজুরী থানায় মামলাটি করেন। আসামি করা হয়েছে তিনজনকে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন খালিয়াজুরীর নগর ইউনিয়নের কুশালপুর গ্রামের সুধীর তরফদার, প্রাণনাথ সরকার ও বাবুল সরকার। ঘটনার পর থেকে তারা তিনজনই পলাতক।
মামলার বরাতে ওসি জানান, অভিযোগকারী নারীর স্বামী ঢাকায় থাকেন। গত সোমবার রাত দেড়টার দিকে ওই নারী প্রকৃতির ডাকে বাইরে যান। তিনি ঘরে ফেরার সময় দরজা ধাক্কা দিয়ে জোর করে ঘরে ঢুকে পড়েন সুধীর।
কিছু বুঝে ওঠার আগেই গামছা দিয়ে তার মুখ বেঁধে ফেলে তাকে ধর্ষণ করেন। এ সময় ঘরের বাইরে পাহারা দেন প্রাণনাথ সরকার ও বাবুল সরকার।
তিনি আরও জানান, ধস্তাধস্তির সময় ওই গৃহবধূর ১১ বছরের ছেলের ঘুম ভেঙে যায়। তখন ডাকচিৎকার দিলে পালিয়ে যান অভিযুক্তরা।
খবর পেয়ে তার স্বামী ঢাকা থেকে বাড়ি এলে বৃহস্পতিবার দুপুরে মামলা করেন ভুক্তভোগী।
ওই গৃহবধূর ভাষ্য, সুধীর আগেও বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়েছেন। টাকা-পয়সা দিয়ে সহযোগিতার নামে তাকে ফাঁদে ফেলতে চেয়েছেন।
খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) মহর আলী বলেন, ‘তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শনিবার ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’