করোনাভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণ এখন সময়ের অপেক্ষা। গত ২৪ ঘণ্টায় ৩০ জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। এ সময়ে করোনা শনাক্ত হয়ে তিনজনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩২৭ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানানো হয়েছে।
এই ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ। এই হারও চলতি বছরের সর্বনিম্ন। এর চেয়ে কম শনাক্তের হার পাওয়া গেছে গত ২২ ডিসেম্বর, যেদিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৭ শতাংশ।
এ নিয়ে টানা ১৩ দিন পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ শতাংশের নিচে পাওয়া গেল।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা বিভাগে দুইজন ও সিলেট বিভাগে একজন। এদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী দুইজন ও ৭০ বছরের বেশি বয়সী একজন রয়েছে।
মৃতদের তিনজনই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ১৭ হাজার ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জনের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫৫ হাজার ৭৯৮ জন। মারা গেছেন ২৯ হাজার ১০০ জন।
দেশে করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। ধীরে ধীরে সংক্রমণ বাড়তে থাকে। করোনার প্রথম ঢেউ নিয়ন্ত্রণে আসে
২০২১ সালের ফেব্রুয়ারিতে। মার্চে আবারও নতুন ঢেউ আসে। মূলত ডেল্টা ধরনের করোনার দ্বিতীয় ঢেউ আসে।
এই ঢেউ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় গত জুলাইয়ে। শনাক্তের হার ৩৩ শতাংশ ছাড়িয়ে যায়।
এরপর দেশে ওমিক্রন ধরন শনাক্ত হয় গত বছরের ১১ ডিম্বেরর। এরপর করোনা দ্রুত গতিতে বাড়তে থাকরে। ২০ জানুয়ারি করোনা তৃতীয় ঢেউয়ে প্রবেশ করে দেশ। ২৮ জানুয়ারি করোনা শতাংশের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ দাঁড়ায় যা করোনা ইতিহাসে সবচেয়ে বেশি শনাক্তের হার।