পাবনার বেড়ায় সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজুর বাড়ির সামনে ফেলে রাখা ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছে স্কুলপড়ুয়া ভাই-বোন।
উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম এসব জানিয়েছেন।
আহত শিশুরা হলো জাতসাকিনী ইউনিয়নের চরকান্দি গ্রামের দিলীপ সুত্রধরের ছেলে অভি ও মেয়ে মন্দিরা। তারা নাটিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
স্থানীয়দের বরাতে ওসি জানান, সাবেক সাংসদ আজিজুলের বাড়ির সামনের প্রাচীরের দেয়াল ঘেঁষে একটি ককটেল কাপড় দিয়ে প্যাঁচিয়ে কেউ ফেলে রেখে যায়। দুপুরে স্কুল ছুটির পর বাড়ি যাওযার পথে সেটি দেখে বল ভেবে তা নিয়ে খেলতে যায় অভি ও মন্দিরা। এর মধ্যে অভি লাথি মারলে সেটি বিস্ফোরিত হয়।
আশপাশের লোকজন তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
ওসি রওশন জানান, পুলিশ গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করেছে। কারা সেটি ফেলে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক সালেহ মোহাম্মদ আলী বলেন, ‘বোমায় আহত ২ জনকে হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।
‘ছেলেটার পায়ে আর মেয়েটার হাতে ককটেল বোমার স্প্রিন্টারের আঘাত লেগেছে। ছেলেটার পায়ের আঘাত বেশি গুরুতর। তবে তারা দুইজনই আশঙ্কামুক্ত।’
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. সবুর আলী জানান, তিনি দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নেবেন। এ বিষয়ে জেলা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে এরইমধ্যে কথা হয়েছে।