বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যশোর থেকে চুরি নবজাতক মিলল মাগুরায়

  •    
  • ৭ মার্চ, ২০২২ ১৪:৩৯

শালিখা থানার পরিদর্শক (তদন্ত) বিসারুল ইসলাম বলেন, ‘দুপুরে খবর পাই, শতখালী বাজারে স্থানীয়রা একটি নবজাতককে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেছে। কান্নার শব্দে তারা শিশুটিকে তুলে নিয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে নবজাতকটি উদ্ধার করে।’

যশোর শিশু হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে মাগুরা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মাগুরার শালিখা উপজেলার শতখালী এলাকা থেকে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি উদ্ধার করা হয়।

শালিখা থানার পরিদর্শক (তদন্ত) বিসারুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুপুরে খবর পাই, শতখালী বাজারে স্থানীয়রা একটি নবজাতককে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেছে। কান্নার শব্দে তারা শিশুটিকে তুলে নিয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে নবজাতকটি উদ্ধার করে।

‘যশোর পুলিশকে বিষয়টি জানালে তারা বাবা-মা সঙ্গে নিয়ে এসে শিশুটিকে যশোর নিয়ে গেছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।’

যশোর শিশু হাসপাতাল থেকে রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাত দিনের এক শিশুকে চুরির অভিযোগ ওঠে।

শিশুর মা আসমা খাতুন ও বাবা মেহেদী হাসান জনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌর শহরের বাসিন্দা।

স্বজনরা জানান, গত ২৭ ফেব্রুয়ারি কালীগঞ্জ কুইন্স হসপিটালে আসমা-জনি দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়। জন্মের পরই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ওই দিন রাতে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা শিশুটিকে যশোর শিশু হাসপাতালে পাঠান।

সেখানে চিকিৎসা শেষে সুস্থ হলে রোববার বেলা ১১টার দিকে চিকিৎসকরা শিশুটিকে রিলিজ দেয়। বাড়ি ফেরার জন্য তার বাবা গাড়ি আনতে হাসপাতালের বাইরে গেলে মা ও নানির সঙ্গে বোরকা পরা এক নারী ভাব জমান।

একপর্যায়ে ওই নারী শিশুটির দেখাশোনা করবেন জানিয়ে তার মা ও নানিকে সব গুছিয়ে নিতে বলেন। পরে শিশুটির মা ও নানি সব গুছিয়ে টয়লেট থেকে ফিরে এসে দেখেন তাদের ছেলেকে নিয়ে ওই নারী পালিয়েছেন।

পুরো হাসপাতাল ও আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

এ ঘটনায় হাসপাতালের তত্ত্বাবধায়ক সৈয়দ নূর-ই-হামিম বলেন, ‘শিশুটি চুরির খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। দ্রুত আমরা পুলিশকে জানাই। আমাদের নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না।’

এ বিভাগের আরো খবর