চা বানানোর সময় নিজ বাড়ির রান্নাঘরে আগুন ধরে দগ্ধ হয়েছেন তিনজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর ওয়ারী নবাবপুর রোডে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
স্বজনরা জানান, দগ্ধরা লালচান মুকির লেনের ৯ নম্বর বাড়ির দোতলার বাসিন্দা। গৃহবধূ কানিজ ফাতেমা, তার ছয় বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার ও শাশুড়ি আছিয়া বেগম সন্ধ্যায় চা-নাস্তা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন বাসায় অন্য কেউ ছিলেন না।
ফাতেমার বড় বোন শিউলি আক্তার জানান, সন্ধ্যার পর ফাতেমা রান্নাঘরে ঢোকেন চা বানাতে। রান্নাঘরে আগেই গ্যাস জমে ছিল। সেখানে দিয়াশলাই জ্বালাতেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে। তখন ঘরের ভেতরে থাকা তিনজনই দগ্ধ হন। তারা দৌড়ে বাড়ির বাইরে আসলে স্বজনরা উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেন।
৭০ বছর বয়সী আছিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। তবে মা ও মেয়েকে ভর্তি রাখা হয়েছে।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ওয়ারি থেকে আসা এক পরিবারের দগ্ধ তিনজনের মধ্যে দুজনকে ভর্তি রাখা হয়েছে। তাদের পোড়ার মাত্রা তুলনামূলক কম হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।