রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক নারীর দুই পা বিচ্ছিন্ন হয়েছে।
রোববার দুপুর আড়াইটার দিকে খিলগাঁও বাগিচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অজ্ঞাতপরিচয় ৩০ বয়সী ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়েছে।
শাজাহানপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বলেন, ‘রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা ওই নারীর দুই পা বিচ্ছিন্ন হয়। হৃদয় নামের এক পথচারীর সহযোগিতায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করানো হয়।’
চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই নারীর অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। ওই নারীকে বিকেল ৫টার দিকে পঙ্গু হাসপাতাল রেফার্ড করা হয়েছে।