অনুপ্রবেশের দায়ে বাংলাদেশে প্রায় সাত মাস জেল খেটে নিজ দেশে ফেরত গেলেন ১৩ ভারতীয় জেলে।
আদালতের নির্দেশে শনিবার সকালে বাগেরহাট কারাগার থেকে ছাড়া পান তারা। বাংলাদেশে ভারতের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র তাদের গ্রহণ করেন। এই দিন দুপুরে একটি ট্রলার নিয়ে মোংলা থেকে ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার উদ্দেশে রওনা দেন ১৩ ভারতীয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় গত বছরের ৮ আগস্ট তাদের আটক করেছিল কোস্ট গার্ড। ভারতীয় এফবি স্বর্ণতারা নামের একটি মাছ ধরার ট্রলার তারা ব্যবহার করছিলেন।
কোস্ট গার্ড তাদের পুলিশে হস্তান্তর করার পরদিন বাগেরহাট আদালত সবাইকে কারাগারে পাঠান। ৬ মাস ২৪ দিন জেলে থাকার পর শনিবার সকালে তারা ছাড়া পান।
মুক্তি পাওয়া জেলেরা হলেন সাইফুদ্দিন হালদার, শাহানুর আলী মোল্লা, স্বর্ণা কুমার ঘরামি, সুবোধ জানা, কমলাকান্ত হালদার, সুখদেব দলপতি, ঝন্টু দাস, মিলন ঘরামি, আব্দুল আলী মোল্লা, স্বপন দাস, ইউনুচ আলী শেখ, শেখ রজব আলী ও আলাউদ্দিন মীর। তাদের সবাই ভারতের চব্বিশ পরগনার বাসিন্দা।
এর আগে একই অভিযোগে ৩ মাস ২০ দিন জেল খেটে ২৩ ডিসেম্বর ভারতে ফেরে আরও ১৩ জেলে।