ইউক্রেনের সেনারা পাঁচ বাংলাদেশিকে জিম্মি করার বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন।
তিনি বলেছেন, ‘ঢাকায় রাশিয়া দূতাবাস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে যে ইউক্রেনের সেনারা পাঁচ বাংলাদেশিকে জিম্মি করেছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইয়ের পাশাপাশি এ বিষয়ে আমরা আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছি। ভিডিওটি পাওয়ার পর এ বিষয়ে আমরা রাশিয়ার কাছে জানতে চেয়েছি।’
শনিবার জাতীয় প্রেসক্লাবে সিলেট রত্ন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান সিএম তোফায়েল সামী স্মরণে আয়োজিত এক সভায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘একটি তথ্য প্রকাশ হয়েছে যে ইউক্রেনে বাংলাদেশি যারা অবস্থান করছেন তাদের প্রতি বিরূপ আচরণ করা হচ্ছে। আমরা সে তথ্য শোনার পরই সেখানে অফিসার পাঠিয়েছি। তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
ঢাকায় রাশিয়ার দূতাবাস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা যায়, জিম্মি ওই বাংলাদেশিরা তাদের উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন।
জার্মানিভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগও বলেছে, ইউক্রেনের কিভারতিসি শহরের একটি অভিবাসী শিবিরে আটকে আছেন পাঁচ বাংলাদেশিসহ শতাধিক বিদেশি।
ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের দেশে আনতে সহায়তার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কন্টিনিউয়াসলি ভারতের সঙ্গে যোগাযোগ করছি। তারা আমাদেরকে সহযোগিতা করছে।’
তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ।’