বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে নবনিযুক্ত বি‌জি‌বি মহাপ‌রিচাল‌কের শ্রদ্ধা

  •    
  • ৫ মার্চ, ২০২২ ১১:৫১

বিজিবি পরিচালক সা‌কিল আহ‌মেদ ব‌লেন, ‘জা‌তির পিতা এই বা‌হিনী‌ সৃ‌ষ্টি ক‌রে‌ছি‌লেন। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা বাহিনীটিকে ত্রিমাত্রিক ও নবজীবন দান করেছেন। এখন আমরা জলে, স্থলে ও আকাশপথে অপারেশন পরিচালনার সক্ষমতা অর্জন করেছি।’

গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমা‌ধি‌তে শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাকিল আহমেদ।

বঙ্গবন্ধুর সমাধিতে শনিবার সকাল ১০টার দিকে তিনি পুষ্পস্তবক অর্পণ ক‌রেন।

এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে সা‌কিল আহ‌মেদ ব‌লেন, ‘জা‌তির পিতা এই বা‌হিনী‌ সৃ‌ষ্টি ক‌রে‌ছি‌লেন। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা বাহিনীটিকে ত্রিমাত্রিক ও নবজীবন দান করেছেন। এখন আমরা জলে, স্থলে ও আকাশপথে অপারেশন পরিচালনার সক্ষমতা অর্জন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আধুনিকায়নের মাধ্যমে এই বাহিনীকে যুগোপযোগী করেছেন।’

বিজিবির মহাপরিচালক আরও বলেন, ‘মহান স্বা‌ধীনতা যু‌দ্ধে এই বা‌হিনীর ৮১৭ জন সদস্য শহীদ হয়েছেন, যার মধ্যে দুজন বীরশ্রেষ্ঠ আছেন। জা‌তির পিতার সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ব‌লিষ্ঠ ‌নেতৃ‌ত্বে মাতৃভূ‌মির স্বাধীনতা, সার্ব‌ভৌমত্ব রক্ষায় বিজিবি অবদান রেখে যাবে।’

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম হেদা‌য়েতুল ইসলাম।

গত ১৭ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনী থেকে মেজর জেনারেল সাকিলকে বিজিবির মহাপরিচালক নিয়োগ দেয়া হয়।

এ বিভাগের আরো খবর