রোমানিয়া হয়ে দেশে ফিরবেন ইউক্রেনে আটকা পড়া ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক। এজন্য তাদের প্রথমে মলদোভা ও পরে রোমানিয়া নেয়া হবে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে পড়া বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিককে উদ্ধারের পর মলদোভা হয়ে রোমানিয়াতে নেয়া হচ্ছে। তাদের সঙ্গে হাদিসুর রহমানের মরদেহও রয়েছে। রোমানিয়া থেকে তারা দেশে ফিরবেন।’
ইউক্রেনের বন্দরের বহির্নোঙ্গরে হামলার শিকার হওয়া সম্পর্কে তিনি বলেন, 'বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ওপর কারা হামলা করেছে, সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই।'
তবে বৃহস্পতিবার এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল নৌ পরিবহন মন্ত্রণালয়। পশ্চিমা মিডিয়াও এজন্য রাশিয়ার নৌবাহিনীকে দায়ী করে।
যদিও ঢাকার রুশ দূতাবাস এক বিবৃতিতে এ ঘটনার জন্য ইউক্রেনের জাতীয়তাবাদীদের দায়ী করে ঘটনা তদন্তের আশ্বাস দেয়। রুশ
দূতাবাস জানায়, ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটার সময় এ ধরনের হামলার ঘটনা ঘটাচ্ছে।
এর আগে বুধবার রাতে বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হন।
বৃহস্পতিবার ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে পড়া এই জাহাজের ২৮ জন নাবিককে উদ্ধার করে সেফ জোনে নিয়ে যাওয়া হয় বলে মধ্যপ্রাচ্যের দেশ মিশর সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক ভিডিও বার্তায় নিশ্চিত করেন।
বাংলাদেশ শিপিং করপোরেশনের এই জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছে। জাহাজটির ইউক্রেন থেকে সিরামিকের কাঁচামাল নিয়ে ইতালিতে যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর আর ফিরতে পারেনি। বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছিল জাহাজটি।