চিত্রনায়িকা পরীমনির করা মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ আগামী ১৯ এপ্রিল ঠিক করেছে আদালত।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন বৃহস্পতিবার এই তারিখ ঠিক করেন।
পরীমনি আজ আদালতে উপস্থিত ছিলেন না। তার পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী শুনানি করেন।
গত ১৩ ডিসেম্বর এ মামলায় নাসির, অমি ও শহিদুল আলমের বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নেয় আদালত।
শহিদুল আলম পলাতক থাকায় আদালত ওই দিন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ৩ মার্চ ঠিক করে আদালত, কিন্তু শহিদুল আলম ধার্য তারিখের আগেই আত্মসমর্পণ করে জামিন পান।
তিন আসামিই আজ আদালতে হাজিরা দেন। এরপর আদালত অভিযোগ গঠনের শুনানির তারিখ ঠিক করে।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এসব তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
এর আগে গত বছরের ৬ সেপ্টেম্বর মামলায় নাসির উদ্দিন, অমি ও শহিদুল আলমকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।
গত বছরের ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের নামে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি।