আগুনে পুড়ে স্বামী ও দুই সন্তানের পর মৃত্যু হলো রেখা বেগমেরও। কেউ বেঁচে রইল না এই পরিবারটির।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সোমবার রাত ১০টার দিকে মৃত্যু হয় লাইফ সাপোর্টে থাকা রেখার।
তার দেবর শরীফ হোসেন মৃত্যুর বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়নের শরীয়তনগর গ্রামে গত ২২ ফেব্রুয়ারি একটি পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লাগে। এতে দগ্ধ হন মকবুল হোসেন, তার স্ত্রী রেখা বেগম এবং তাদের দুই ছেলে ১১ বছর বয়সী আরিফ হোসেন ও ৭ বছর বয়সী জোবায়ের হোসেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় জোবায়েরের।
জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ২৩ ফেব্রুয়ারি মকবুল ও ২৭ ফেব্রুয়ারি জোবায়েরের মৃত্যু হয়।
শরীফ হোসেন জানান, রেখা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আগুনে তার গর্ভের সন্তানও নষ্ট হয়ে যায়। সোমবার রাতে তারও মৃত্যু হয়েছে।
স্বজনদের অভিযোগ, বাড়িওয়ালাকে বারবার বলার পরও ত্রুটিপূর্ণ গ্যাসের লাইন মেরামত না করায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘরে গ্যাস জমে ছিল। ২২ ফেব্রুয়ারি রাতে আরিফ রান্নাঘরে মশার কয়েল জ্বালাতে গেলে আগুন লেগে যায়। তাকে বাঁচাতে গিয়ে সবাই দগ্ধ হয়।
এই অভিযোগ অস্বীকার করে বাড়িওয়ালার ছেলেরা দাবি করেন, লাইনের গ্যাসের কারণে নয়, সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগেছে।
প্রথমে ফায়ার সার্ভিসের ধারণা ছিল, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা তৌফিকুল ইসলাম জানান, জমে থাকা গ্যাস থেকে আগুন লেগেছে।