নৌপরিবহন অধিদপ্তরের ভুয়া ওয়েবসাইট তৈরি করে তাতে বিজ্ঞাপন দিয়ে নাবিকদের কাছে জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।
রাজধানীর উত্তরাখানে অভিযান চালিয়ে রোববার তাদের আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
উত্তরাখানের ওরিয়েন্টাল গ্লোবাল ইন্টা. মেরিটাইম অ্যাকাডেমিতে অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল আজাদও রয়েছেন। তারা প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ।
আটক অন্যরা হলেন ওরিয়েন্টাল গ্লোবাল ইন্টা. মেরিটাইম অ্যাকাডেমির ডিরেক্টর মঞ্জুরুল আজাদ, ডিরেক্টর তারিকুল আজাদ, আইটি অফিসার রাশেদুল ইসলাম ও সাবেক আইটি অফিসার মোহাম্মদ সোহেল রানা।
অভিযানে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ল্যাপটপ, দুটি এইচডিডি হার্ডডিস্ক, দুটি এসএসডি হার্ডডিস্ক, একটি পেনড্রাইভ, ছয়টি মোবাইল ফোনসহ বেশ কিছু ডিজিটাল আলামত জব্দ করা হয়।
সোমবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান।
তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে সোহেল রানা চক্রের একজন দক্ষ ওয়েব পেজ ডেভেলপার ও ডিজাইনার। তার মাধ্যমে সরকারি সনদের হুবহু জাল কপি তৈরি করে চক্রটি। পরে এসব নকল সনদ তারা জাহাজে চাকরিপ্রত্যাশী নাবিকদের কাছে উচ্চমূল্যে বিক্রি করত চক্রের সদস্যরা।
পুলিশের এই কর্মকর্তা জানান, চক্রটি ১২০টি সিওপি সার্টিফিকেট এখন পর্যন্ত বিক্রি করেছে বলেও জানা গেছে। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।