রাশিয়া ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে সোমবারের মন্ত্রিসভার বৈঠকেও।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে অন্য সব বিষয়ের পাশাপাশি গুরুত্ব পায় রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সরকারপ্রধান।
সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা যুদ্ধের পক্ষে কোনো কথা বলিনি। ফরেন মিনিস্ট্রিকে এটা আরও অবজার্ভ করতে বলা হয়েছে। পোল্যান্ড ও রোমানিয়াতে যারা রাষ্ট্রদূত আছেন তারা অবজার্ভ করছেন এবং আমাদের আপডেট করছেন।
‘সেখানে আটকে পড়া বাংলাদেশিদের কীভাবে ফিরিয়ে আনা যায় সেটি নিয়েও আমরা আলোচনা করেছি।’
গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর আজ পঞ্চম দিন পর্যন্ত সেখানে অভিযান অব্যাহত রেখেছে রুশ সেনারা।