ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
পরমেশ্বদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ৬০ বছরের রামকৃষ্ণ সাহা ইউনিয়নের শ্রীনগর গ্রামের বাসিন্দা। ময়েনদিয়া বাজারের মুদি ব্যবসায়ী। ওই শিশু স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী।
নিউজবাংলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বোয়ালমারী ডহননগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মোক্তার হোসেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে মাদ্রাসা যাওয়ার পথে বাজারে ওই শিশুকে চকলেটের লোভ দেখিয়ে তার দোকানের গুদামে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন রামকৃষ্ণ। এ সময় শিশুটি চিৎকার করে গুদাম থেকে পালিয়ে তার শিক্ষকদের কাছে বিষয়টি খুলে বলে।
বিষয়টি জানাজানি হলে বাজারের লোকজন রামকৃষ্ণকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ এসে রামকৃষ্ণকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, ‘এ ঘটনায় ওই শিশুর দাদা শ্লীলতাহানির দায়ে রামকৃষ্ণের নামে মামলার প্রস্তুতি নিচ্ছেন।’