নওগাঁর ধামইরহাটে সীমান্ত থেকে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক (বিএসএফ) মদ্যপ সদস্যকে পতাকা বৈঠক করে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উপজেলার কালুপাড়া সীমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার এলাকায় বিকেল সাড়ে ৪টার দিকে দিলিপ কুমার নামে ওই সদস্যকে বিএসএফের হাতে তুলে দেয়া হয়।
পত্নীতলা ১৪ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল এস এম নাদিম আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রোববার বিকেলে কালুপাড়া সীমান্তের ২৭১/৪ এস নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৩৭ কমান্ডেন্ট কর্নেল শ্রী বাজরাজ ইয়াদাত। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে আটক বিএসএফ সদস্য দিলিপ কুমারকে ১৩৭ বিএসএফ কমান্ডেন্টের কাছে হস্তান্তর করা হয়।’
দিলিপকে শনিবার মধ্যরাতে সীমান্তবর্তী কালুপাড়া গ্রাম থেকে মদ্যপ অবস্থায় আটক করে স্থানীয়রা।
বিজিবির লেফটেন্যান্ট কর্নেল নাদিম সে সময় নিউজবাংলাকে বলেন, ‘বিএসএফের ইউনিফর্ম পরা দিলিপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমান্তে ঢুকে চিৎকার-চেঁচামেচি শুরু করে। কালুপাড়ার লোকজন তাকে আটক করে আমাদের খবর দিলে আমরা দিলিপকে আমাদের হেফাজতে নিই। তার কাছ থেকে একটি রাইফেল, হ্যান্ড গ্রেনেড ও ১০টি গুলি উদ্ধার করা হয়েছে।’