মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় আগুনে পুড়ে গেছে ১৫টি আসবাবপত্রের দোকান, কারখানা ও মিষ্টির বাক্স তৈরির দোকান।
পৌরসভার কাঠপট্টি এলাকায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আবু ইউসুফ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দোকানে আগুন দেখে তারা প্রথমে নিজেরা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন বাড়তে থাকলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
আবু ইউসুফ বলেন, ‘মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং মিরকাদিমের দুটি ইউনিট নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণের জন্য যাই। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’