বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যুবকের মরদেহ উদ্ধার, ‘প্রেমিকা’সহ হোটেল ম্যানেজার আটক

  •    
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:২২

শামিমের কথিত প্রেমিকা বলেন, ‘শামিম রাতের কোনো একসময় তাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। এ কারণে সকালে তার ঘুম ভাঙে দেরিতে। রাতের কোনো একসময় শামিম আত্মহত্যা করতে পারে বলে আমার ধারণা।’

পটুয়াখালীর একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে শামিম আকন নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত শামীম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের আবদুর রজ্জাক হাওলাদারের ছেলে। তিনি শহরের নুর ক্লিনিকের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার সকাল ১০টার দিকে শহরের ডক্টরস পয়েন্টের এম আলী হোটেলের ৩০৭ নম্বর কক্ষের বাথরুম থেকে ৩০ বছরের ওই যুবকের মরদহে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই হোটেলের ম্যানেজার সুজন রায় ও শামীমের কথিত প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সদর থানা পুলিশ।

হোটেল ম্যানেজারের বরাদ দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজামান বলেন, ‘শুক্রবার রাতে শামিম ও তার কথিত প্রেমিকা স্বামী-স্ত্রীর পরিচয়ে ওই হোটেলের ৩০৭ নম্বর কক্ষে ওঠেন।

‘সকালে হোটেলের ম্যানেজারকে খবর দিয়ে প্রেমিকা জানান, শামিম বাথরুমে পড়ে আছে। বিষয়টি ম্যানেজার পুলিশকে জানান। পরে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে শামিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।’

শামিমের প্রেমিকা বলেন, ‘শামিম রাতের কোনো একসময় তাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। এ কারণে সকালে তার ঘুম ভাঙে দেরিতে। রাতের কোনো একসময় শামিম আত্মহত্যা করতে পারে বলে আমার ধারণা।’

তবে শামিমের বাবা আবদুর রাজ্জাক বলেন, ‘লাশ দেখে এটা আত্মহত্যা মনে হয় না। আমার ছেলে আত্মহত্যা করতে পারে না।’

তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন বাবা আবদুর রাজ্জাক।

ওসি মনিরুজ্জামান জানান, ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তা ছাড়া প্রেমিকা ও হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ চলছে।

এ বিভাগের আরো খবর