করোনা প্রতিরোধী টিকা নিয়ে সরকার প্রথম থেকে দুর্নীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
একই সঙ্গে গণপেনশনের যে প্রস্তাব দেয়া হয়েছে, সেটা আরেকটি দুর্নীতির ব্যবস্থা বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার বিকেলে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি যৌথভাবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
ফখরুল বলেন, ‘সরকার টিকা নিয়ে দুর্নীতি শুরু করেছে প্রথম থেকেই। এমন কোনো জায়গা নেই যে এই সরকার লুটপাট করছে না। বাংলাদেশ আওয়ামী লীগ লুটেরা দলে পরিণত হয়েছে। লুটপাট করে বিদেশে টাকা পাচার করে ক্ষমতায় টিকে থাকতে চায়।’
তিনি বলেন, ‘পত্রিকায় দেখলাম তারা নাকি মানুষকে গণপেনশন দেবে। পরিষ্কার করে যতটুকু বুঝতে পেরেছি এটা আরেকটা লুটের কায়দা-কানুন। প্রতি মাসে মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নেবে। ৬০ বছর পর দেবে, এর মধ্যে মারা গেলে টাকা পাবে না।
‘যদিও এটা এখনও পাশ হয়নি। তবে তারা প্রস্তাব দিয়েছে। তাদের প্রতিটি ক্ষেত্রে কীভাবে লুটপাট করা যায়, কী করে মানুষের পকেট কাটা যায় এই ব্যবস্থাই তারা করছে। মানুষ আওয়ামী লীগকে তাদের সবচেয়ে বড় শত্রু মনে করছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার নিজে এবং সব প্রশাসনযন্ত্রকে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছে। ওয়াসার এমডিকে তিনবার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। এই যে ব্যক্তি বিশেষকে দুর্নীতির সুযোগ করে দিয়েছে সরকার। এই দুর্নীতির কারণে পানির মূল্য বৃদ্ধি পাচ্ছে। কুইক রেন্টাল প্রকল্পে দুর্নীতির কারণে বিদ্যুতের দাম বাড়ছে। এদের জন্য আবার সংসদে দায়মুক্তি আইন করা হয়েছে।’
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার টেলিফোন আলাপ ফাঁস হয়েছে। এই উপদেষ্টার মাধ্যমে সরকার প্রথম থেকেই করোনার টিকা নিয়ে দুর্নীতি করছে।’
মার্কিন নিষেধাজ্ঞা দূর করতে সরকার জনগণের করের টাকার অপচয় করছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য মাসে ২০ লাখ ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করেছে। কেন লবিস্ট নিয়োগ করেছেন। ধর্মের কল বাতাসে নড়ে। তাই চতুর্দিকে নড়বড়ে অবস্থা।’
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ অনেকে।