বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাবি ছাত্রের বিরুদ্ধে ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ

  •    
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৫:১৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘অভিযোগপত্রটি পেয়েছি। ওই মেয়ের সঙ্গে কথাও হয়েছে। অভিযোগটির সত্যতা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টরের কাছে এক ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়টির এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেছেন। এদিকে অভিযুক্ত ওই ছাত্র তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘উদ্দেশ্যমূলক’ দাবি করে পাল্টা অভিযোগ করেছেন।

গত ২৩ ফেব্রুয়ারি এই ঘটনায় বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ফারজানা ইসলাম নিশি। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ছাত্রী।

লিখিত অভিযোগে ওই ছাত্রী বলেন, ‘রাফাত আমার পূর্ব পরিচিত। গত ১৮ ফেব্রুয়ারি সে আমাকে ফোন করে দেখা করতে বলে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাফাত মোটরবাইক নিয়ে আমার কাছে আসে। পরে তার বাইকে উঠি। আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে যাওয়ার কথা বলে যাত্রাবাড়ী ফ্লাইওভার হয়ে রাফাত নারায়ণগঞ্জের রূপায়ণ সিটিতে নিয়ে যায়। ফ্লাইওভারে ওঠার পর মোটরবাইক চালানো অবস্থায় রাফাত আমার হাঁটুর ওপর ও কোমড়ে হাত দিয়ে স্পর্শ করতে থাকে। একপর্যায়ে কনুই দিয়ে আমার বুকে স্পর্শ করে।’

‘নারায়ণগঞ্জে নিয়ে গিয়ে রাফাত আমার হাত ধরে একটি ভবনের ভেতরে নিতে চাইলে আমি চিৎকার করে লোক জড়ো করি। পরে স্থানীয় এক ব্যক্তি (সোহেল) আমাকে সেখান থেকে বের হতে সাহায্য করে।’

ঘটনায় উপস্থিত সোহেল নামের এক যুবক নিউজবাংলাকে বলেন, ‘আমি ভবনের লিফটে করে নামছিলাম। নিচে মেয়েটি আমাকে জিজ্ঞাসা করে ওপরে রেস্টুরেন্ট আছে কি না? এটি একটি আবাসিক এলাকা, ওপরে রেস্টুরেন্ট নেই বললে মেয়েটি ছেলেটিকে প্রেশার ক্রিয়েট করে। ফলে ছেলেটি উবার ডাকে এবং মেয়েটি উবারে করে চলে যায়।’

অভিযোগটি ‘মিথ্যা’ ও ‘উদ্দেশ্যমূলক’ বলে গত ২৪ ফেব্রুয়ারি প্রক্টর বরাবর লিখিত পাল্টা অভিযোগ দেন রাফাত মাহবুব। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের ছাত্র।

এদিকে এই ঘটনার পর, রাফাত অন্য একটি নম্বর থেকে মেয়েটিকে খুদে বার্তা পাঠিয়ে ঘটনাটি বাড়াবাড়ি করলে গোয়েন্দা দিয়ে ‘তদন্তের’ ভয় দেখায়। সেগুলোর স্ক্রিনশট ওই ছাত্রী অন্য শিক্ষার্থীর মাধ্যমে সাংবাদিকদের কাছে পাঠায়।

নিশিকে ভয় দেখানোর বিষয়টি ‘স্বীকার’ করে রাফাত মাহবুব বলেন, ‘নিশি ক্যাম্পাসে এসে এ বিষয়ে মিথ্যাচার শুরু করে। আমার এক বন্ধু মেয়েটিকে মেসেজের মাধ্যমে আমার পক্ষ থেকে থানায় জিডি করার কথা জানান।’

অন্যদিকে লিখিত অভিযোগে রাফাত মাহবুব বলেন, ‘মেয়েটি আমার পরিচিত। মেয়েটির সঙ্গে এর আগেও একবার বাইকে ঘোরাঘুরি করেছি। ১৮ ফেব্রুয়ারি আবারও ঘোরার জন্য সাক্ষাৎ করি। সে সচেতনভাবেই সম্মতি জ্ঞাপন করে। তাকে বাইকে নিয়ে ঢাকা মহানগর প্রকল্প থেকে হাতিরঝিল, মৌচাক-মালিবাগ ফ্লাইওভার, মগবাজার, আরামবাগ, মতিঝিল হয়ে নারায়ণগঞ্জের রূপায়ণ মডেল টাউনে পৌঁছাই।

‘পথে সে অশোভন আচরণ শুরু করে। এতে আমি বিব্রতবোধ করি এবং নিজ খরচে রাইড শেয়ারিং অ্যাপস উবারের মাধ্যমে তার বাসা মহানগর প্রকল্পে পৌঁছে দেয়ার ব্যবস্থা করি।’

লিখিত অভিযোগে তিনি বলেন, ‘ঘটনার পর ২০ ফেব্রুয়ারি সিনিয়র আপুদের নিয়ে আমরা বসি। তারা আমাকে দুঃখ প্রকাশের জন্য বলে। তখন আমি দুঃখ প্রকাশ করি।’

রাফাত মাহবুব বলেন, ‘২০ ফেব্রুয়ারি বিষয়টি মীমাংসার জন্য ওই মেয়ের হলের সিনিয়র ও রসায়ন বিভাগের ৪৪তম ব্যাচের ছাত্রী আনিকা মাহিয়া আমাকে সুফিয়া কামাল হলের গেস্টরুমে ডাকে। সেখানে জাহানারা ইমাম হলের রসায়ন বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী আফরিন পাপড়িও উপস্থিত ছিলেন। তারা আমাকে ভয়ভীতি দেখিয়ে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করতে চাপ দেয়। এ সময় তাদের উপস্থিতিতে নিশি আমাকে জুতা দিয়ে মারতে আসে।’

এ ব্যাপারে আনিকার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই দিনের ঘটনার বিষয়ে ছাত্রলীগকর্মী নিশি আমাকে অবহিত করে। বিষয়টির সত্যতা জানতে আমি রাফাতকে ফোন করি। রাফাত স্বেচ্ছায় আমার সঙ্গে দেখা করতে চায়। দেখা করতে এলে তাকে সুফিয়া কামাল হলের গেস্টরুমে আসতে বলি। নিশি উত্তেজিত হয়ে তাকে জুতাপেটা করতে গেলে আমরা নিশিকে ফেরাই। পরে রাফাত চলে যায়। এর বেশি আমি জানি না।’

সে সময় গেস্টরুমে উপস্থিত থাকা আরেক শিক্ষার্থী পাপড়ি বলেন, ‘ছাত্রলীগের একজন জুনিয়র সমস্যায় পড়ায় আমার বান্ধবী আনিকা সুফিয়া কামাল হলে ডাকে। আমি গিয়ে দেখি, গেস্টরুমে তারা রাফাতের সঙ্গে কথা বলতেছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘অভিযোগপত্রটি পেয়েছি। ওই মেয়ের সঙ্গে কথাও হয়েছে। অভিযোগটির সত্যতা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিভাগের আরো খবর