ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় শুক্রবারের আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন হয়েছে।
উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সঞ্জীব সরকারকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন হয় শনিবার সকাল ৯টার দিকে।
বিষয়টি নিশ্চিত করে সঞ্জীব সরকার বলেন, ‘প্রথমে আমরা ক্ষয়ক্ষতির হিসেব করব। তা ছাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের সূত্রপাতের কারণ বের করার চেষ্টা চালাচ্ছে। তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেব।’
কুটিবাজারে শুক্রবার রাত ১০টার দিকে একটি দোকানে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশে। পুড়ে যায় অন্তত ৩০টি দোকান।
শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। আধঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পোঁছায়। পরে তাদের সঙ্গে যোগ দেয় সদর ও আখাউড়া থেকে আসা আরও চারটি ইউনিট। তাদের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।